কর্তা,  
গিন্নি আমার কোথায় গেলো পাচ্ছি না তো খুঁজে,
তাড়াতাড়ি রান্না করো মাছটি নাও ভেজে।
গিন্নি,
পারবো নাকো মাছ ভাজতে খাও গিয়ে ভেজে,
সকাল থেকে করছি কাজ যাবো চলে সাঁজে।
কর্তা,
ওগো আমার প্রাণ সজনি যাবে কোথায় একা,
যেয়ো নাকো আমায় ছেড়ে হবে না যে দেখা।
গিন্নি,
যাবো আমি মায়ের বাড়ি আসব কদিন পর,
সহ‍্য হয় না রান্না-বান্না দেখে রাখবে ঘর।
কর্তা,
ওগো আমার সুহাগিনী বড্ড পেলো খিদে,
চাষে যাব লাঙল নিয়ে ভাত দাওনা বেঁধে।
গিন্নি,
সোহাগ সোহাগ কথা বলে দাও যে মন ভরিয়ে,
খিদে পেলো খাবে ভাত বেরে নাও না গিয়ে।