এমন‌ই একটা রাতে ,
হারিয়ে যাব তোমায় নিয়ে
এক অনাবিল সুখ সাগরে
                      কথা দিলাম।


যেখানে নিমেষেই জ্যোৎস্নার আলো ঝরে পড়বে
আমাদের দুজনার মাথার উপরে ।
হোক সেটা পূর্নিমা বা অমাবস্যার রাত
কিংবা হেমন্ত , শীত বা বসন্তের রাত ।
তবুও সমস্ত দিক ছেড়ে তোমাতে লীন হবো
বড়ো সাধ জেগেছে আজকাল
                       কথা দিলাম।


জোনাকির মিটিমিটি আলো জ্বলবে
চারদিকে হিম সাদা কুয়াশা পরবে
তবুও ধানের ছড়ার পাশে , জমিনের আইলে
থাকব বসে দুজনে ; মহা আলিঙ্গনে আবদ্ধ হয়ে;
                        কথা দিলাম।


দুজনার যৌব-মধু ভাগ করে নেব চুপিচুপি
কেউ না জানুক তোমার আমার এই দুষ্টুমিটা ।
কিন্তু এই রাত সাক্ষী থাকুক ,
এই নক্ষত্র মন্ডলী সাক্ষী থাকুক ।


কথা দিলাম ---
হাতে হাত রেখে শত জীবন পারি দিব একসাথে ।
এক‌ই পাশে বসে মিলিয়ে যাব একদিন এই প্রকৃতির মাঝে
                         কথা দিলাম।