ঘন কালো মেঘরাশি
তোমায় আজ দিলাম ছুটি।
গর্জনে গর্জনে আর বিদ্যুতের ঝলকানিতে
বৃষ্টি রূপে অঝোর ধারায়
আবির্ভূত হও গিয়ে মানবের কোলাহলে!
ধুয়ে দাও সকল গ্লানি এক নিমেষে!
ভরিয়ে দাও আজ -----
নগ্ন নদীর বুকখানা,
হাজারো ব্যাথায় জর্জরিত সে।
হারানো স্রোতের প্রত্যাগমনে ভুলে যাবে
সহস্র মান অভিমান, সকল যাতনা।
ক্ষুদ্র ক্ষুদ্র রূপে স্খলিত হও দলবদ্ধ ভাবে
তবে ভ্রমরের মিষ্ট মুখ ধুয়ে দিও না,
ভেঙে দিও না ঝুলন্ত সেই বাবুইয়ের নীড়খানা,
বর্ষিত হও গিয়ে নিরালায় নিভৃতে !
ধ্বংস করো না তুমি -----
সেই হতদরিদ্রের কুটিরখানা
নেই যে আজ আর তার কেউ,
ঘন কালো মেঘরাশি
আজ তোমায় দিলাম ছুটি,
নিজেকে তুচ্ছতাচ্ছিল্য মনে করো না, একজোট হও।
তোমরাই পারবে মানবের অহংকারের পতন ঘটাতে।
তোমরাই পারবে এক হিরন্ময় প্রকৃতির পুনর্জন্ম দিতে।