নিরাঞ্জনা, তোমায় আজও পারলাম না বলতে সেই শব্দটা,
আজও গেথে আছে খরপরশার ন‍্যায়
আমার  হৃদয় মাঝারে। দিবানিশি শুধু
অঝোর ধারায় বর্ষণ করছে রক্তিম লাভা।


তোমায় না বলা অতি ক্ষুদ্রাদিক্ষুদ্র শব্দটা
যন্ত্রনার বীজের ছলে রোপিত হচ্ছে হিয়ায়,
তুমি দিনান্তে, নিশান্তে, স্বপ্নে, জাগরণে
আজও ভেসে ভেসে আস নীলাভ আকাশ হতে,
তুমি শুধু আমার নিরাঞ্জনা নও, তুমি আমার কবিতা।
তোমায় ঘিরে সদ্যজাত নবজাতকের ন‍্যায়
জন্ম নিয়েছে কত হাজারো কবিতা!


এসো নিরাঞ্জনা, আমার কাছে এসো
আমার  পাশে বসো, একটু শান্তির হাওয়া বয়ে দাও!
আমার  চোখ রক্ত সম হয়ে আসছে অশান্তির ঘুমে।
তোমায় না বলা শব্দটা আজ ফুটন্ত খইয়ের মতো
ছিটকে পরবে তোমার দিকে,
ফিরিয়ে দিও না!
ফিরিয়ে দিও না সেই শব্দটাকে,
গচ্ছিত রেখো তোমার কাছে।