কত প্রজন্ম ধরে ----
সুন্দর একটা কোলাহল মুক্ত পরিবেশ চাইছি
যেখানে থাকবে অপার আনন্দ আর সঙ্গে নীরবতা।
কিন্তু ক‌ই ? পাই না ।


নীরবতা আমার খুব প্রিয়।
তাই তো তার টানে বারংবার চলে যাই
বিশাল দরিয়ার কূলে ।
অজস্র সমুদ্রের ঢেউ পায়ের নিচে এসে খেলা করে ,
একেবারে নির্জন, মুক্ত সেই স্থান,
জনজাতির লেশ মাত্রাও নেই
বসি শুধু অন্ধকারকে আলিঙ্গন করে নিশ্চুপ হয়ে ।
অপলক দৃষ্টিতে তাকিয়ে আস্বাদন করি অন্ধকার আর
একরাশ নীরবতার সুখ ।


মাঝে মাঝে আবার মন চলে যায় নির্জন বনপথে ।
সেই পথ কত নির্জন , কত কোলাহল মুক্ত
যে এই পথে পা বাড়ায়, সেই জানে
কত সুন্দর, কত শান্তির সেই পথ ।
সেখানেও পরে থাকি সবুজকে আচ্ছাদন করে,
কতশত বন্যপশু এসে সঙ্গ দেয়
অনেক কথা হয় ,
মনের ভাব বিনিময় করি ।


কে আছে এই পৃথিবীতে আমার
যে একটু নীরব হয়ে আমার মনে গেঁথে থাকা
একান্ত ব্যক্তিগত শব্দদ্বয় অক্লান্তির সুরে
একটু শুনে যাবে ।
কেউ নেই , এই পৃথিবীতে কেউ নেই , আমাকে বোঝার
আমাকে জানার , আমাকে উপলব্ধি করার ,
আমায় একটু ডেকে কাছে নিয়ে হৃদয়ের গহীনে প্রবেশ করার ।


শুধু ভাবি মৌনতা কত আপন আমার
নীরবতা কত কাছের
যাদের ছাড়া বাঁচা প্রায় অর্থহীন।
এমনি করেই রয়ে যেতে হবে -- আমৃত্যু।