১)
কত রাঙ্গা ভোর গেলো নিঃশব্দে, কত ভ্রমর খেয়ে গেলো মধু
ফুল হতে; কত শিশির ঝরে পড়লো কচি ঘাসের ডগা বেয়ে নীচে
জলার জলতরঙ্গে কত হংসী খেলে গেলো হংসের পাছে পাছে
কাঙ্খে কলসী নিয়ে গ্ৰাম্য পথ বেয়ে এসে চলে গেল কত গ্ৰাম্য বধু
সব‌ই নিঃশব্দে।


২)
দলে দলে কত চরুই , শালিক ঝাপটিয়েছে আমার ঘরের দোরে
গোমতীর পার বেয়ে কত কাশ ফুটে আছে উজ্জ্বল হয়ে
রাস্তার 'পরে  কত শিউলি ঝরেছে ;আর কত মানব গেলো পাড়িয়ে
আর কত নীরব মনে দাঁড়িয়ে ছিলাম গোমতীর পারে , রাঙ্গা ভোরে
সব‌ই নিঃশব্দে।


৩)
কতশত নিঝুম রাত এলো এই পৃথিবীতে, আমার সুখ হয়ে
পদ্ম পাতার আড়ালে মিটিমিটি হেসেছিল কত জোনাকির দল
কবে এসেছিল একদিন ঝিঁঝিঁর দল , আজ তা বিরল
শান্ত স্রোতে মেঘের ভেলা , অন্য কোথাও যাচ্ছে বয়ে
সব‌ই নিঃশব্দে।