কিছুদিন যাবত
আমার মনোজগতে চলছে
উদ্দাম তান্ডব ,
সে শুধু সাধারণ নয় !
ভবিষ্যত জীবনে
বেঁচে থাকার কিছু স্বপ্ন ।
দ্বন্দ্বে ভুগি রোজ
কোনটা ভালো, আর কোনটা খারাপ ;
এ নিয়েই ব্যস্ত গোটা দিবালোক ।
অজস্র অর্থ বিহীন কল্পনা
মাথায় এসে ঘুরপাক খায়
রণ হুঙ্কারে মুখোমুখি হয়ে
বিবাদ সৃষ্টি করে ,
একসময় এতে আমি
ক্লান্ত হয়ে পড়ি ।
নিজেকে স্থির মনে হয় না তখন
অস্থিরতা বিরাজ করে মনোজগতে।
অস্থিরতা, অস্থিরতা,
শুধুই অস্থিরতা।
এই অস্থিরতার তপ্ততা ছড়িয়ে পড়ে চারদিকে,
পর মুহূর্তেই একসময় নিজেকে অর্পন করে দে‌ই
নিস্তব্ধতার এক করুন শীর্ণ হস্তে।