আমি রোজ এক প্রসব বেদনা সহ্য করি ,
সেই বেদনা কত আনন্দের, কত তৃপ্তির
কত শান্তির , তা আমি জানি আর কেউ নয়।
সেই বেদনা সহ্য করতে করতে
জন্ম দিয়ে ফেলি সদ্যজাত শিশুর মতো
টুকটুকে লাল এক কবিতার ।


কত ভাবনার পর ভাবনা, ভাবনার পর ভাবনা
কাজ করে সেই শরীর পূর্নাঙ্গ রূপ নিতে ।
কত কাটিকাটি , কত ছাঁটাছাঁটি,
কত আঁকাআঁকি চলে সেখানে ।
শত শত শব্দরা ভিড় জমায় ,
কে কাকে ফেলে কে প্রতিষ্ঠা পাবে
সেই নিয়েও হয় হাজারো দ্বন্দ, খুনসুটি।


ছন্দালঙ্কাররা সবশেষে কোথায় যেন হারিয়ে যায়
সেই দ্বন্দ , খুনসুটির পরিবেশে এসে,
আর আমি ক্লান্ত হয়ে পরি ।
অবশেষে শত জ্বালাতন মানিয়ে নিয়ে
তপ্ত প্রসব বেদনা সহ্য করে
জন্ম দিয়ে ফেলি সদ্যজাত শিশুর মতো
টুকটুকে লাল এক কবিতার।