মৃত্যুটা অবশ্যম্ভাবী! তাই তো -
মৃত্যু হয় আমার প্রতি ক্ষনে ক্ষনে,
মৃত্যু হয় আমার কন্টকাকীর্ণ
প্রতিটি স্বাদ আহ্লাদের,
মৃত্যু হয় আমার জলকল্লোলিত
রক্তিম বর্ণের জলীয় পদার্থের,
যা দিন দিন আগ্নেয়গিরির
জলীয় লাভা সম দ্বিগুণ উষ্ণতায় ফুটছে।
মৃত্যু হয় আমার রুক্ষ - শীর্ণ হস্তে
প্রাণ পাওয়া প্রতিদিনকার কবিতার,
মৃত্যু হয় আমার হৃদয়ে ভরপুর
সীমাহীন ভালোবাসার।
মৃত্যু হয় মৃত্যু হয়,
মৃত্যু হয় আমার সকল দিকের।
মৃত্যু হবে জানি একদিন
আমার এই কলুষিত দেহটার।