শত শত কীটের খাদ্য হবো একদিন
আর সেদিন এই বীর্য বিহীন নিথর দেহটা পরে থাকবে
অন্ধকার এক গভীর গুহার ভিতর।
একা একা রব সেদিন হতে ,
সঙ্গি হবে শুধু এক কালো কুয়াশা।
আর পাতা ঝরা বৃক্ষের মতো
ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকবে এক মাইল দূরে
আমার প্রিয়জনেরা ,
এদিকে প্রাণ প্রিয় সেই সবুজ আবরণ
ধীরে ধীরে বিবর্ণ হতে থাকবে ,
আমার আসার আগমনে ।
কিন্তু!
আবার ফিরব আমি ---
তবে মানব রূপে নয় ;
সবুজ দেশে , সবুজ বেশে
এই সবুজের মাটিতে।


রচনাকাল:- ১০/৪/২০২৩