মনে হয় বসন্ত‌ও আজ হারিয়ে যাবে
দিবানিশির এই রঙ মশালের ভিড়ে।
পৃথিবীর পথঘাট জুড়ে আজ শুধু
লেলিহান শিখা আর বিদ্বেষের গন্ধ।
কাক-কোকিলের ভিড়ে গুটিয়ে রয়েছে
আমার তৃণশস্যে পূর্ণ শস্যশ্যামলী ,
বেরঙিনে যাপন করছে দীর্ঘ বছর
কুয়াশার চাদরের অন্তরালে।
আর কত গুটিয়ে রাখবে নিজেকে?
সময় হয়েছে অমানিশা রং কাটিয়ে
অরুণোদয়ের রক্তিম ধ্বজা সঙ্গে নিয়ে
পৃথিবীর পথঘাট ঢেকে দাও আজ
রক্তিম আলোর ঝলকানিতে।