আষাঢ়ের কোনো এক অন্ধকার রাত,
হয়ে যাক তোমার আর আমার ,
নীরব , জনহীন শহরে এক-পা দু-পা করে
হারিয়ে যাব  দূর--- বহু দূরে ।
তোমার রাঙ্গা লতানো আঁচল
কুচকুচে কালো পথের 'পরে ফেলে দিও
আমি সেই আঁচল ধরে আধাঁরি রাতের সঙ্গী হব
আর--- পাশে তুমি ।
আর না হয় যাত্রী নিবাসে বসে থরথর কাঁপুনির  শব্দে
চুপি চুপি করে যাব প্রেমালাপ ।
প্রহরের পর প্রহর কেটে যাবে এমনি করে ,
আর ক্লান্ত দেহ এক সময় হুট করে আয়ত্ত করবে
তোমার সেই শান্ত ক্রোড়।