ঢের দিন আগে কোনো এক হেমন্তের সাঁঝ বেলায়
ধূসরতার মাঝ দিয়ে হয়েছিল দৃষ্টি বিনিময়।
অজস্র মূহুর্ত ধরে চেয়ে রয়েছিলাম দুজন দুজনার দিকে
চারদিকের মনোরম হাওয়ার টানে ছুটেছিলাম দুজন দুজনার কাছে।
বহু কাল ধরে হয়নি দেখা
তাই তো আজ অগাধ ভালোবাসা।
অনেক হয়েছিল আমাদের মধ্যে প্রেমালাপ
অনেক হয়েছিল  ;
হৃদয়ের গহীনে তাই আজ সজোরে বইতে  লাগল
স্পর্শের উদ্দাম হাওয়া -
তবে হাত বাড়াতেই মিলিয়ে গেলো পরক্ষণে -
হাওয়ার তালে,
তাই - অদৃশ্যেই রয়ে গেলো আমার ভালোবাসা-
শুধুই অদৃশ্যে!