একটি ফুল ফুটবে বলে অধীর আগ্রহে বসে আছি
নীল দিগন্তের পারে ; আকাশ পানে চেয়ে।
তুমি আসবে , কথা দিয়েছিলে
তুমি আসলে আমিও ভেবেছিলাম
আমার বাগানের সবচেয়ে সুগন্ধি ফুলটা
তোমায় দেবো , তোমার খোঁপায় গুঁজে দেবো,
কিন্তু দেখো ---- কত শীত গেলো, বসন্ত গেলো
তুমি আসো নি ,
তুমি কথা রাখো নি ,
কথা রাখতে শেখ নি ।
এসো ------ কোনো একদিন এসো
যেদিন আমার উপর ভরে থাকবে দূর্বার লতায়
সেইদিন এসো ।
সেইদিন সজোরে বলে যেয়ো আমায় একটিবার
"ভালোবাসি ", খুব "ভালোবাসি"।
আর আমি অস্তমিত হয়েও তোমার সুরে সুর মিলিয়ে বলব
"ভালোবাসি" আমিও খুব "ভালোবাসি"।