তুমি নেই বলে -----
প্রতিটা বর্ষা বিষন্ন বদনে বিদায় নেয়
এই ধরণীর কোল হতে নিরুপায়ে ।
তুমি নেই বলে চেয়ে দেখো একবার
আজ‌ও ফুটে নি রক্তিম কমল
আমার হৃদয় বাগিচায় ।
ভরা নদীর ধারে ডাহুকির তরে
ডাহুক ডেকে যায় একান্ত মনে ।  
আমি বলি ,"ডাক কেন ওকে ?
যে যাবার সে তো চলে যায়
এ হৃদয় চিরে, বিরাট উৎফুল্লে।"
রুগ্ন কন্ঠে বলে, "ভালোবাসি যে ----
তাই তো দিবানিশি এক করে ফেলি ।
কখন এসে বলবে , 'ফিরে এসেছি আমি
তোমার কাছে,' সেই অধীর আগ্রহে আছি ।"
চিন চিন ব্যথা অনুভূত হয় তৎক্ষণাৎ
আমার এই হৃদয় পটে ।
করজোরে বর্ষাকে অনুরোধ করি
শতাধিকবার , ফিরে এসো না আর
আমার শতরূপা চলে গেছে দূরে
অনেক দূরে, বহু দূরে ।