মহোত্তম কদরের রাত
কবে না আবার আসে হায় - তাই করি মুনাজাত ।
ভাল আর মন্দ মেশা এতোকাল যা হলো সঞ্চয়
এ সকল হস্তে করে দাঁড়ালাম - দাও হে অভয় ।
আমারই কালিমা মাখা করতল - নত ভার শির
মুখোমুখি দয়ালুর - অন্ধকার আলয় গম্ভীর -
অশ্রু নিয়ে করি কি কামনা ?
ক্ষমা দাও ক্ষমা দাও - এই নিশি আর তো পাব না ।