আবার নতুন ভোর - আঁধারের হলো পলায়ন
মৃত ,জরা ,লাশেদের মিছিল হয়েছে অবসান ।
এই রৌদ্র আসে নিয়ে আমাদের সুন্দর আগামী
বেজেছে পাখির কণ্ঠে পৃথিবীর সাফল্য সঙ্গীত
যে ফুল শোভায় ,মোহে করে দিয়ে গেছে সুরভিত
চলো গান তার গাই - চলো ওই নদীর নিকট
আবার নতুন স্রোতে শুদ্ধস্নান ,ধুয়ে দেব পাপ
চলো ঘুম ভেঙে দিই এবারের স্তব্ধ শতাব্দীর ।