জীবন মৃত্যুর সন্ধিক্ষণ
লেখিকা: মোনালী


আজ আমি দাড়িয়ে আছি,
             জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।


আমার হাতে আছে,
               মাত্র কয়েক ঘন্টা দিন বা সপ্তাহ।


এরপর আমার আর কোন চিহ্ন,
             থাকবে না এই দুনিয়ার বুকে।


জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে,
       আজ খুব মনে পড়ছে শৈশবের কথা


    
মনে পড়ছে মায়ের চোখ রাঙানোর কথা,
মনে পড়ছে বাবার ভালোবাসা মেশানো
                                          শাসনের কথা।


           ভাই বোনেদের সাথে খুনশুটির কথা।


মনে পড়ছে বন্ধুদের সাথে ডাংগুলী খেলা                       কথা,
                  নদীতে  সাঁতার কাটার কথা।


মনে পড়ছে তোমার সাথে পরিচয় হবার কথা,
          তোমার সাথে বন্ধুত্ব হবার কথা
                 বন্ধুত্ব থেকে ভালোবাসার কথা।


মনে পড়ছে তোমার অবুঝ আবদারের কথা,
                  তোমার বাচ্চামির কথা
                               তোমার শাসনের কথা।


মনে পড়ছে তোমার প্রতারণার কথা,
             বিনা কারণে ভুল বোঝার কথা,
                       আমাকে ছেড়ে যাবার কথা।


আমার শূণ্যতা
            হয় তোমাকে পূর্ণতা দেবে
                                না হয় দেবে যন্ত্রণা।


                       একদিন তুমি আমাকে চাইবে,
                 খুব করে চাইবে,
                      কিন্তু সেদিন আমি থাকব না।


তুমি আমার কাছে যাবার জন্য
                              ছটফট করবে।


কিন্তু যেতে পারবে না।
      
                 যে যন্ত্রনা আমি পাচ্ছি
    সেই যন্ত্রনা তুমিও পাবে।


সময় তার হিসেব ঠিক ই নেবে,
            হয় আজ নয় কাল নয়তো পরশু।