কাঠ পেন্সিলের গল্প
লেখিকাঃমোনালী
কাঠ পেন্সিল দিয়ে তোকে আঁকতে চেয়েছিলাম।
আঁকা আর হলো না ‌

কাঠ পেন্সিলে আমাদের ভালোবাসার গল্প লিখতে চেয়েছিলাম।
তাও হলো না।


তোর ব্যাবহার গুলো বুঝিয়ে দিয়েছে
আমার কাঠ পেন্সিলে তোকে আঁকা যাবে না


তোর অবহেলা গুলো বুঝিয়ে দিয়েছে আজ
আমার কাঠ পেন্সিলে তোর গল্প লিখা যাবে না।


আজ তোর সব গল্প গুলো সবার জন্য উন্মুক্ত।
সবার জন্য তোর সময় আছে।


শুধু আমার কাঠ পেন্সিলের ছবি হবার সময় তোর নেই।
শুধু আমার কাঠ পেন্সিলের গল্প হবার সময় তোর নেই।


একদিন আমার কাঠপেন্সিল শেষ হয়ে যাবে।
সেদিন তুই চাইবি আমার কাঠ পেন্সিলের ছবি হতে
সেদিন তুই চাইবি আমার কাঠ পেন্সিলের গল্প হতে পারবি না।


অনেক দূর থেকে তোর কষ্টগুলো দেখব  আর মুচকি হাসব।


তোর কষ্টগুলো দেখে নিজে নিজেই বলব একদিন তোকে আঁকতে চেয়েছিলাম
একদিন তোকে আমার গল্প বানাতে চেয়েছিলাম।


কিন্তু তখন তুই ছিলি সবার গল্প আর ছবি
আজ তুই আমার ছবি আর আর গল্প হতে চাস।


কিন্তু আজ আমি আজ আমার কাঠ পেন্সিল ছেড়ে অনেক অনেক অনেক দূরে চলে গেছি।


যেখানে গেলে আর কোন ছবি আঁকা যায় না
যেখানে গেলে আর কোন গল্প লেখা যায় না