একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখ
অলংকৃত কথোপকথনে মিথ্যা লুকিয়ে হাসে ।
চটুল মিথ্যা বিজ্ঞাপনে সত্য আজ আকাশে বাতাসে ভাসে ।
শকুনে নাকি গিলে না বসে থাকে পচনের আশায়
আমাদের উপর চাপানো বস্তা পচা নীতি
সব ফেলে দেব শকুনের খোয়ারে ।
তোমাদের সত্যের শুদ্ধতায় শুদ্ধ হবার সুযোগ দিচ্ছি
যদি শুদ্ধ হও বুকে বুক মিলিয়ে যোগ্য আসনে বসাবো ।
নিষ্ঠুর চাবুকের ক্ষত দাগে দাগে মৃত্যুর ফুল ফোটাবো ।
বায়ু তরঙ্গে বয়ে চলেছে অতীতের শুভ্র
সভ্যতার পান্ডুলিপির চরিত্রের কন্ঠ ।
আলোকিত অতীতের আলোকচ্ছটায়
গাথবো মালা পুতবো বীজ ।
আলোয় আলোয় ভরবে ধরণী অন্ধকার হবে বিলীন ।
দম্ভ,বিদ্বেষ অহংবোধ আমিত্যের সমাধিতে
সত্য,সাম্য,শান্তি মানবতার পতাকা উঠাবো
এই আমাদের অঙ্গীকার ।