এই শির করি নাই নত তোমাকে ছাড়া
হবে না কোন দিন করুক যত তাড়া ।
এই ব্যবসা চাকুরী শাসক শোষক
যতই দেখাক ভয় ধরুক মারুক ।
আমি হই নাই নত হবো না গোলাম
কখনো করি না শির্ক ধরেছি কালাম ।
নির্ভিক সৈনিক হয়ে উচু করে শির
দিগ্বিদিক জয় করে হতে চাই বীর ।
মরন যদি আসে শহীদ যেন হই
আপদ বিপদে ধৈর্যে তোমাতেই রই ।
বিনয় দয়াশীল সৃষ্টির প্রতি হই
প্রবৃত্তির ভারে নিস্প্রভ যেন না হই ।
ভুলে চাই মাফ এই আমার ফিকির
দাও হেদায়েত করি সর্বদা জিকির ।