আমি দেখি জন্মের মিছিল মৃত্যুর মিছিল
অঙ্গকুরে ধ্বংস করার কৌশল
দেখি বেচে থাকার অদম্য ইচ্ছা
মৃত্যুকে আলিঙ্গনের অহংকার ।
দেখি শিশুর কথা বলা হাটি হাটি পা ।
জ্ঞনে গুনে শারীরিক শক্তিতে উচু শীর ।
অর্থ বৈভব শান শওকত আগে পিছে পাইক পেয়াদা শত
জুলুম অত্যাচার বৈষম্য উচু নীচু ভেদাভেদ ।
দেখি বঞ্চিত ক্ষুধা,দারিদ্র,ঘৃণা অপবাদ-অপদস্থ
হত্যা লুটপাট,ডাকাতি অহংকার
আকাশকে মনে করে সীমানা ।
অন্যদিকে দেখি ক্ষয়,জীবনের পরাজয়
শক্তি জ্ঞন,বিদ্যার লোপ
অর্থ বৈভব শান-শওকত অহংবোধ ধূলিসাৎ ।
শরীর অথর্ব,শিশু থেকে অধম
সামান্য হাটা,বসা,নাওয়া খাওয়া সব যেন পরজীবি বৃক্ষ ।
নিজেই নিজের বোঝা এ বোঝা বহন করতে নারাজ স্বজন
পৃথিবী সময় চায় স্থন পরিবর্তন ।
কি অসহায় কি করুণ মৃত্যু দেখি যখন তখন,
তবু বুঝে না এ মন, এ কেমন জ্ঞন বিদ্যা আমার
তবু হই না শুদ্ধহায় ! আমি কি বুদ্ধিমান ?