ক্ষুধার্ত ক্লান্ত স্বপ্নেরা চলে হামাগুরি দিয়ে
ঝলমলে চন্দ্র আলো গিলে বিষন্নতায় ।
সম্ভাবনার দোর উড়ে যায় ঘুর্নিপাকে
উড়ে জল পুড়ে শস্য কৃত্রিম  উষ্ণতায় ।
মাসের অর্জন পাক্ষিকে পুড়ে বাজারে
ঋনে মেরুদন্ড সরিসৃপের জীবন চিত্র ।
রেশনের মুখ জ্যামিতিক হারে কাড়াকাড়ি
কিস্তিবাজ ভিটামাটি গিলে যেমন নদ নদী ।
সিনার ভিতর রক্ত মন্থর গতিতে
খাদ্যের ভাটায় নাড়িভূড়িতে পাচক রস
চর্বি গিলে ক্রমে ক্রমে চর্মে আনে ধ্বস ।
হৃদয়ের সিদ কেটে রাতের জৌলুসে হারায় বনলতা
সিদ্ধ নুডুলস,চাটনি চাটে রঙিন পানিতে মাতামাতি ।
বর্গীর টিস্যুতে বর্গী জন্মে জারজের ছড়াছড়ি ।
আর কত শতাব্দী বর্গীর ছোবলে
দেহ হবে নীল স্বপ্ন হবে নীল ।