আশা ভঙ্গ
জীবনের লাগি ওরা ভালোবাসা চায়
অভাবের যাতাকলে মমতা পিষায় ।
ভালোবাসা আজ শুধু পঙ্গু-বধির-অন্ধ
দুজনের ভিতরে এখন শুধু দ্বন্দ ।
আশাগুলি দুজনের পাখায় উড়ে না
দিগন্তের মাঝে ওরা খোজে না ঠিকানা ।
সাগরের ঊর্মি মনে তোলে নাকো ঢেউ
ঝর্ণার পথ চলায় চলে নাতো কেউ ।
কত আশা ভালোবাসা মাখামাখি মন
গোলাপ ভ্রমর হয়ে কাটাবে জীবন ।
স্বররগ থেকে সুখ এনে কেটে খাবে
দুজনের সুখ দেখে নিন্দুক হাসবে ।
সে সব ভাবনাগুলি আজ গুড়ে বালি
অভাবের সংসারে অকারনে গালাগালি ।