বৃষ্টিস্নাত রাত্যে চাঁদ হয়ে দাও আলো
মেঘমাখা আকাশের বুকে সুর্য জ্বালো ।
হে যুবক তোমাকেই সপেছি এ প্রাণ
স্বরগীয় স্বপ্ন পুরুষ তুমি মোর জান ।
কত বিনিদ্র রজনী করেছি প্রার্থনা
দিয়েছি দান-ছদকা ভুখা পেটে খানা ।
গেথেছি প্রত্যহ মালা তুলে নানা ফুল
শুকায় ফুল হারায় গন্ধ নাই কুল ।
তবু কুলের আশায় ঝড়ে বাই তরী
আশায় আশায় চৈত্রের খরায় পুড়ি ।
তবু কেন দাও না সাড়া আমার ডাকে
না পাওয়ার ব্যথায় মরি ধুকে ধুকে ।
আশাতে বাবুই বাসা সাজাই বাসর
বাজুক সানাই আসো ফিরে হয়ে বর ।