আয় তোরা আয় হারাই ছোট বেলায়
শরত এর সাদা মেঘের ভেলায় ।
যাব,যেথায় দিগন্ত ছুয়েছে আকাশ
শুদ্ধ বাতাসে প্রাণ নিব নিঃশ্বাস ।
যেথা রংধনুর সাত রং মেলেছে পাখা
ভরা পূর্নিমায় চন্দ্র আলো গায়ে মাখা ।
যেখানে গোধুলী ডুব দেয় নোনা জলে
দু’হাত বাড়িয়ে ধরবো মেঘ কোন ছলে ।
আয় ছুটে যাই দূরন্ত ছোট বেলায়
কাদা মাটি জলে মাখামাখি খেলায় ।
হাডুডু,কানামাছি,ভোদৌড়,ফুটবল
কোনটাই বাদ যাবে না খেলবো দিয়ে বল ।
শরতের  কাশ ফুল নেই তুল তার
নরম ছোয়া পেতে চল ঐ নদী পার ।
হবে ভোজন পোলাও কোর্মা,মিষ্টি দধি
আম আনার নানা রকম ফল ফলাদি ।
এই বৃষ্টি এই রোদ শরতের খেলা
নানা ফলে নানা ঘ্রাণে শরত মেলা ।