আয়না ঘরে যেদিক তাকায়
নিজেকে শুধু দেখে ।
প্রতিপক্ষ নাই সেখানে
তাই দেখে চেখে ।
পলেস্তারা খসা দেহ
মেকাপে আছে ঢাকা ।
পরিপাটি সাজ সজ্জা
নতুন ছবি আঁকা ।
দৈত্য দানব সবই আছে
তার সঙ্গে কে যায় ।
ইচ্ছে হলে চাঁদটাকে
হাতের মুঠোয় পায় ।
খানাদানা খুবই ভালো
সন্দর অবয়ব ।
তার মতো সুখী সবাই
ঢেকুর গপাগপ ।