বখাটে ঐ ছেলেটা বেশ ভালো ছিল
মন যেন ব্যবসায় খুব মেতে ছিল ।
ফুটফুটে বালিকার প্রেমে পড়েছিল
উচু নীচুতে পরিবার নাখোশ ছিল ।
হিরোইনকে ভুলতে হেরোইন ধরে
মন-ব্যবসা বানিজ্য সব ঘুনে ধরে ।
সাথে সুস্বাস্থে দিন দিন ঘুনে ধরে
ভেতরে কলকব্জায় পচন ধরে ।
চুরি ডাকাতি যিনায় থাকে মেতে
নিত্য থাকে ঝগড়ায় থাকে মেতে ।
রিহ্যাবে গিয়ে ভালো হয় না চিকিৎসাতে
এখন নেশা খায় ডুবে থাকে স্মৃতিতে ।
সমাজ সংসার ঘৃনা করে দেয় না প্রীতি
স্মৃতি ডুবে যুবক হয়ে যায় স্মৃতি ।
কবে হবে দূর উচু নীচু ব্যবধান
মুছে যাবে সমাজের ঘৃনার আগুন ।