চৈত্রের খরতাপে ফাটে মাটি
ফসলাদি মরে তৃষ্ণায় ।
খা খাঁ রদে কৃষক মাঠে
হাত তুলে বৃষ্টির আশায় ।
গাছে গাছে ফল ভরা
ফলে ফলে রস ভরপুর ।
গ্রীস্মের খরতাপে পাকে
বৃষ্টিতে গাছে টইটম্বুর ।
জলে জলে হয় তল
মাঠঘাট প্রান্তর ।
নবযৌবন ফিরে পায়
খাল নদী পুরা দস্তর ।
ভাদ্রের তাপদাহে
ঝরে পড়ে পাকা তাল
দামড়ী ধান ক্ষেত
বাতাসে তুলে তাল ।
অগ্রাহনে পাকে ধান
উৎসব পাড়া ভর।
কৃষাণ কৃষাণীর মনে
খুশিতে বহে ঝড় ।
শীতে শীতে ঠক ঠক
পিঠাপুলির উৎসব ।
বাংলার ঘরে ঘরে
দেখে যা তোরা সব ।