যাপিত জীবনে যুগলবন্দী পুর্ণতা পেতে
সুপ্র ইন্দ্রিয়ের ভালোবাসা উজাড় করে দিয়েছিনু ।
মনোরাজ্যে তোমার জন্য গড়েছিনু স্বর্গীয় মুক্তা ।
শুভ্র মার্বেলের কাল্পনিক গৃহ
কি আশ্চর্য হঠাত তোমার প্রস্থান ।
সেই থেকে আমি আজ অবধি একাকি ।
দুরত্বের শুন্যতায় অগ্নির ভিতর করি বসবাস ।
আশা ভঙ্গের কারন খুজি
পথ হারা নাবিক খুজে পথ গ্রহ নক্ষত্রের।
গনিত জ্যামিতিক সুত্র ধরে এবং এক
সময় পেয়ে যায় পথের দিশা ।
আর আমি বিজন প্রান্তে আশা ভঙ্গে
পড়ে থাকি তোমার আশায় ।