বনসাই জীবন যাপন নয়,স্বাধীনতা চাই
মূল,কান্ড,শাখা-প্রশাখা কেটে ছোট,
বলা হয় শো পিচ হয়ে বেচে থাকো ।
ফুল দাও ফল দাও সৌন্দর্য ফোটাও অঙ্গে অঙ্গে
জল,খাদ্য,সার যে টুকু না হলে নয় তা পাবে
তোমাদেরকে অন্দরে বাহিরে রাখবো সাজিয়ে
মর্জিমতো যেমনে চাইবো তেমনি নাচবা হা হা হা
আমরা মানতে নারাজ
তোমাদের ইচ্ছার পুতুল হয়ে বাচতে চাই না
অধিকার দাও ফিরিয়ে নয় অংগ প্রত্যঙ্গ কাটাকাটি ।
শক্ত মাটি ভেদ করে শক্ত করে দাড়াতে চাই
খড়া তাপ ঝড় বৃষ্টি উপেক্ষা করে
উঁচু করে শির নীল আকাশে মেলে দেব শাখা-প্রশাখা
আমাদের খাদ্য সার আমরাই যোগাবো
আমরা অন্যের কৃপায় নয় অন্যের উপকারে
নিজেদের উতসর্গ করতে চাই ।
আমরা স্বাধীন ভাবে বাচতে চাই
বাচতে চাই বাচতে চাই বাচতে দাও ।