সারা বছর যেথায় থাকি ধর্মে কর্মে
একটি দিন হৃদয় মিলে মর্মে মর্মে ।
বর্ষাকালে বৃষ্টি দিনে বোটে চড়ে ঘুরি
বন্ধু মিলে একদিন হই চই করি ।
নানা ফল হারমোনিয়াম তবলা
সবাই করি গান পাই যে ছোট বেলা ।
ঠিক দুপুরে ঝাপাঝাপি সাঁতার কাটি
নানা খেলায় গায়ে লাগাই কাদামাটি ।
পোলাও কোর্মা ভোজনে পেটটি ভরি
দই মিষ্টি বিকালে বাদ যায় না মুড়ি ।
ঠাট্টা মসকরা করে যায় বেলা পড়ে
আশা নিয়ে বিদায় দেখা হবে ফি-বছরে ।