এসো এসো রাজপথে বেলা বয়ে যায় ভাই
মুষ্ঠিবদ্ধ হাত উচিয়ে শ্লোগানে আগাই ।
কণ্ঠে কন্ঠ মিলিয়ে গাইব বারংবার
তাওহীদের ধ্বনি আল্লাহু আকবার ।
মুহাজির আনসার ঐক্যে মারবো টান
তাগুতের মসনদ ভেঙ্গে হবে খান খান ।
আল্লাহর জমিনে চলবে আল্লাহর আইন
দূর হবে যত অনিয়ম জুলুম নির্যাতন ।
বৈষম্যের উচু নীচু হবে সমান সমান
মানুষকে মানুষ দিবে যথাযথ সম্মান ।
কে আমীর কে গরীব ভুলে হবে এক কাতার
ঘার ঘুরিয়ে মঙ্গল চাইবে সবাই সবার ।
মেহরাব ফিরে পাবে ঐতিহ্যের অতীত
ভবিষ্যতের দিক নির্দেশনা দিবে খতীব ।
স্বর্গীয় সুখ ফিরে পাবে এই ধরণী
রহমত বর্ষন করবে ঐ আসমানি ।