চলে যাবো বহু দূরে ফিরবো না
জানি সখি সেথা হতে ফিরাতো হবে না ।
স্মৃতিগুলি পিছু টানে দেয় না বিদায়
ব্যথিত মন নিয়ে চলছি অজানায় ।
হয়তো দিতে পারি নাই সুখ সংসারে
অভাব অনটন ছিলো বছর ধরে ।
সাধ সাধ্যের ব্যবধান ছিল বিস্তর
পারি নাই মি্টাতে তোমার আবদার ।
দিয়েছি মন ভেঙ্গে কত কটু কথায়
যাতনা-দুঃখে জীবন ভরেছি ব্যথায় ।
অক্ষমতা যত  ভুলে যেও ধীরে ধীরে
মালা গেথে নিও সুখ স্মৃতিগুলো ঘিরে ।
দুঃখের সময় সে মালা গলায় পরো
হয়তো বা কিছুটা সুখ পেতেও, পারো ।