হে ধনী পড়শী আমরা শান্তিপ্রিয়
শান্তিতে থাকতে চাই ।
চাই সাধারণ মৃত্যুর গ্রান্টি ।
পেটের হাবিয়া দোজখ নিভাতে
করি কাজ ঝরে ঘাম, নিভে আগুন,
নিজ ভিটে মাটিতে শান্তির ঘুম
সুখের কিঞ্চিত উপভোগ ।
শোষণ জুলুম , নিপীড়ন করো দূর
আমাদের অধিকারে লাগিও না খুর ।
আমাদের বাড়া ভাতে যদি দাও ছাই
ভিটেবাড়ি কৌশলে নাও ছিনিয়ে ।
যদি হও ব্যক্তিকেন্দ্রিক সূখ নাও কেড়ে
রক্ত নাও চুষে ,
যদি আমাদের পিঠ ঠেকে যায় দেয়ালে
তবে যেন , আমরা হবো মাংসাশী হিংস্র প্রাণী
তোমাদের রক্তমাংসই হবে আমাদের খাদ্য,
বেচে থাকার একমাত্র অবলম্বন ।