মগজের নিউরনে শুধু তোমার কন্ঠে ভালোবাসার
শব্দ ভেসে আসে,সংসারের সুখ দুঃখের
মাঝে তুমি থাকো চৈত্রের ক্ষরতাপে চৌচির
মৃত্তিকায় এক পশলা বৃষ্টির মতো,মৃতকে
যেমন দেয় পুণর্জন্ম । নতুন স্বপ্নে জেগে
কবর থেকে জীবন,সবুজে সবুজে ভরে উঠে
মাঠ ঘাট প্রান্তর,সুখের প্রশান্তিতে ভরে উঠে
কানায় কানায় ।
‘মা”তোমার স্মৃতিচারনে এমনি হয় আমার ।