আকাশেতে গোল চাঁদ
দেখে খোকা হাসে ।
ভুখা পেটে বলে উঠে
দুধ বাটি ভাসে ।
কেঁদে কেঁদে বলে মাগো
দাও মোরে এনে ।
দুধ বাটি ভাসে দেখ
দূর আসমানে ।
হাসে মায়ে কেঁদে বলে
বোকা ছেলে ওরে ।
দুধবাটি নয় সেথা
গো চাঁদ ঘোরে ।
মিছা কথা বলো না মা
খলি পেট পুড়ে ।
পক্ষি ডানা দাও মোরে
যাবো আমি উড়ে ।
দুধ ভাত খাবো সেথা
ক্ষুধা চলে যাবে ।
হেসে খেলে দিন যাবে
দুঃখ নাহি রবে ।