খুব বাশি ক্ষুধা রাক্ষসের মত
ক্ষুধার্ত নেকড়ের চেয়ে অনেক বেশি।
ওদের ক্ষুধা খাবার আর যৌনতায়
আর আমার ,ঐ দুটি ছাড়া আরো অনেক
বস্ত্র, বাসস্থান , শিক্ষা চিকিৎসা কর্ম ও
বিনোদন সহ নিত্য নতুন ক্ষুধা ধাওয়া করে
এই সাড়ে তিন হাত অঙ্গে।
মাকড়সার মত যদি নতুন অংগ গজাত
তবে তো প্রায় হাত পা খেয়ে ফেলতাম
কিন্তু তা হয় না ,হবার কথাও নয়।
মাঝে মাঝে মনে হয়
ঐ লুটেরা লম্পট ধনী সূদ ঘুষ মুনাফা খোরদের
ধন সম্পদ বাড়ি-গাড়ি সূখ-শান্তি
চর্বি চর্বা শরীরগুলি যদি
চিবিয়ে চিবিয়ে খেতে পারতাম
হয়তো বা হতাম হৃষ্ট পুষ্ট ক্ষুধা মুক্ত।
কিন্তু হয় না , ওদের পাহারা দেয়
রাষ্ট্র অথবা প্রহরী অথবা কুকুর।
যা ভেদ করতে পারি না আমি
মূখ থুবড়ে পড়ে থাকি।
আর পারি না বলে , ক্ষুধার অগ্নিগর্ভে
তলিয়ে যাচ্ছি প্রতিনিয়ত।
ক্ষুধার অগ্নিতে পুড়ে যৌবন পুড়ে দেহ মন
সুখ শান্তি , আশা আকাংখা , স্বপ্ন পুড়ে ছাড় খার।