খুকুমনির লম্বা চুল
দুই বেনী পাকায় ।
রঙিন ফিতায় বেধে চুল
বাড়ি বাড়ি বেড়ায় ।
কথা কাজে বুদ্ধিমতী
মিষ্টি ভাষা তার ।
কটু কথা বললে কেউ
মন করে না ভার ।
চাল চলনে নম্র-ভদ্র
তার তুলনা নাই ।
খুকুমনি চোখের মনি
আদর সবার পায় ।
পড়ালেখায় ভালো সে
স্কুল কামাই নাই ।
এমন মেয়ে সবার ঘরে
সবাই আমরা চাই ।