কবিতা দায়বদ্ধতা নিয়ে জন্ম নাও
অনিন্দ সুন্দরের দিকে হাত বাড়াও ।
ক্ষতি নেই প্রিয়া হারায় হারাতে দাও
সানাইয়ের বিচ্ছেদের সুর মুছে ফেলে এবার দাঁড়াও ।
ষড়রিপু দমিত করো ভাবো সমাজ সংস্কারে
দৃষ্টি দাও রাষ্ট্রীয় অনাচারে ম।
যেথায় হারাচ্ছে প্রতিনিয়ত সত্যের সতীত্ব ।
কবিতা কেন আজ শোষন জুলুম নির্যাতন লুটপাটে
লুটেরাদের উৎসাহ দাও ।
অহংবোধ আপন জাহিরে ফন্দিতে সমাজ সংসারে
বিদ্বেষ ছড়াও ।
কবিতা তুমি কেন রাজপথে লুকোচুরি খেলায় মাতো
সভা,মিছিলে জ্বালাও পোড়াও ।
পেট্রল বোমায় মাংসের পোড়া গন্ধ পবনে
আনন্দের ঘুড়ি ওড়াও ।
শ্লোগানে শ্লোগানে মিথ্যাকে সত্যের রংধনুর সাজে
মানুষের মিথ্যা স্বপ্নে ভাসাও ।
কবিতা তুমি উৎফুল্ল শকুন,শুয়রের চরিত্রে
পাগলা অখাদ্যে ক্ষুধা মিটাও ।
ষোড়সীর রুপ,রস জমাজমি,রক্ত,মাংস,হাড্ডি মজ্জার
মাঝে খুজে বেড়াও ।
কবিতা তুমি বিবি গোলামের বায়োস্কোপে
মশা মাছি ইদুরের সাথে চরণ মিলাতে ব্যস্ত ।
নিথর দেহে তৈল দাও চুপ চুপ
লোভের নেশায় শব্দে শব্দে দাও ডুব ।
সর্প হয়ে দংশো ওঝা হয়ে ঝাড়ো ।
কবিতা তুমি মিথ্যা সাক্ষীতে শাষকের ইংগিতে
রায় লিখে দাও ।
কবিতা আর নয় তোষামদে মত্ত দাঁড়াও সত্য অবয়বে
সব জঞ্জাল উপড়ে ফেলো নিজ গুনে ।
কবর দাও কুশিক্ষার যত পান্ডুলিপি
মানবতা হোক জাগ্রত প্রতি চরণে ।
ক্যানভাসে সত্যের চিত্র হোক অংকিত
স্বর্গীয় অলংকারে হও অলংকিত ।