বর্ষাকালে কদম ফুটে
দল বেধে অলি জুটে ।
গাছের তলায় দাড়াই ক্ষণ
ফুলের গন্ধে মাতাল মন ।
কদম ফুলের শুভ্র ফুল
নাই যে তাহার কোন তুল ।
দেখতে ধরতে ভালো লাগে
একেবারে তুলতুলে।
চুল তুললে নেড়ে মাথা
যেন ডিমের কুসুম।
কদম ফুল কদম ফুল
হাতে পেলে খাই চুম।