জীবন কেটেছে খেল খুশি তামাশায়
অল্প কিছু সময় তাঁর আরাধনায় ।
কত কষ্ট করি একটু সুখের লাগি
এ টুকুন আশায় অন্যতে হাত মাগি ।
ধরিনি ধৈর্য সবুর চাইনি খোদাতে
মেলেনি সুখ এপারে কি হবে ওপারেতে ।
এক অজানা ভয় আমায় গিলে খায়
মৃত্যুর কষ্ট বিচারের কাঠ গড়ায় ।
জোনাকির এটুকুন আলো দেখা যায়
তাতে দুর্গম পথ পার হওয়া যায় ।
থাকি ভয়ে থাকি আশায় তাঁর দয়াতে
তওবাতে পাপ ছাড়ি মাতি ইবাদতে ।