মাঝে মাঝে মরিচীকা হয়ে দাও উকি
তোমায় পেতে আমি অক্লান্ত পিছু ছুটি ।
আর কত পথ হাটলে তোমায় পাবো
কত নদী,সাগর পেরুলে তীর ছোব ।
নয়নের কত নোনা জলে গা ভাসাবো
বলো আর কত যুগ অপেক্ষা করবো ।
দেখবো বলে ক্রমে ক্রমে প্রতি বছর
দুই চোখে বাড়িয়েছি কাচের পুরুত্ব ।
ঘুরেছি ঐ শহর,বন্দর,গ্রামান্তরে
ঘুরেছি প্রাচ্য,পাশ্চাত্যে অলিগলিতে ।
ঐ পুর্ব,পশ্চিম,উত্তর,দক্ষিণ প্রান্তে
নিয়েছি খোজ ঐ আকাশ পাতাল মর্ত্যে ।
কোন সত্যনিষ্ঠ উত্তর মেলেনি তাতে
তবু মন চায় জৌলুশে মন পেতে ।
সেই কবে থেকে অহর্নিশ তারে চাই
আরাধনা করে তারে নাহি পাই ।
ঘুণে ধরা মন দেহ হয় যে অচল
নয়নের জল করে টলমল ছল ।
নুইয়ে পড়ার আগে প্রশ্ন করে মন
দেখা কি পাবে না কখনো দুই নয়ন ।
‘সুখ’ তুমি আসলেই কি আছো ধরায়
নাকি মরিচীকা হয়ে থাকো অধরায় ।
ধু ধু মরুভুমি ঐ ঐ দেখা যায় জল
গিয়ে ধেখি জল নয় স্তো শুধু ছল ।
তবু দূর দূর প্রান্তে এগিয়ে যাওয়া
আশার মাঝে নিঃশ্বাস ফুরিয়ে যাওয়া ।