সুখের লাগি ঘর বান্ধিলাম
সুখ যে গেলো কই ?
টানা পোরা সংসার আমার
নাই নাই হৈ চৈ ।
বাউল মন আউলা ঝাউলা
ভাবে দেই শান ।
গুরু ভবের বাজার গেলে
সংসারে দেয় টান ।
লোকমা যদি না হয় শুদ্ধ
ইবাদতে শুন্য ।
মন চাহে জিন্দেগী যার
শুন্য হবে পুন্য ।
আমি যেমন করে রেখে যাব
আওলাদ সংসার ।
সেই হিসাবে হিসাব নিবে
পাবো নাতো ছাড় ।
জৌলুস ভরা দুনিয়াদারী
কিনে নিতে পারি নারে ।
তাই মুল্যহীন রয়ে গেলাম
সমাজ সংসারে ।
গরু টানার পোড়া সংসার আমার
নাই  নাই হৈ চৈ ।