আপনারা আমার-আমাদের সুস্বপ্ন দেখিছেন
সোনালী দিনের সোনা মাখা হাসি-যা কখনো হবে না বাসি ।
থাকবে না বৈষম্য,ক্ষুধা,দারিদ্র,স্বজনপ্রীতি,লুটপাট,
হবে না সম্পদ পাচার ।
জনগনের ভোটে হবে গণতন্ত্র রাষ্ট্র,সবার
সবাই পাবে যার যার যার উপযুক্ত অধিকার ।
আমি আমরা বিশ্বাস করেছি
ঐশীবাণীর মতো আপনাদের কথা
যুগে যুগে ঝাপিয়ে পড়েছি মিছিলে মুষ্ঠিবদ্ধ হাত নেড়ে নেড়ে
শ্লোগানে শ্লোগানে করেছি রাজপথ দখল ।
স্বৈরাচারের বুলেটের ভয়ে দেইনি পিছু দৌড় ।
সিনা ভেদ করে বড় ক্ষত করে বেড়িয়ে গেছে বুলেট
ক্ষত বিক্ষত হয়েছে শরীর,গাছে গাছে ঝুলেছে লাশ
কখনো গণকবর,পথে ঘাটে নদী নালায় লাশ
খেয়েছে কুকুর,শিয়াল,শকুন,মাছে
দুর্গন্ধ ছড়িয়েছ আকাশে বাতাসে ।
আমি আমার মতো লক্ষ নিযুত সুস্বপ্নে লালিত মানুষ যারা
দেশ দেশের মানুষের সুখ শান্তির জন্য তুচ্ছ করেছি
জীবন,হারিয়েছি সম্ভ্রম হয়েছি শহীদ,গাজী,বীরাঙ্গনা ।
কিন্তু আপনারা কথা রাখেননি ।
শুধু পোষাক বদলিয়েছেন যুগে যুগে ।
বদলিয়েছেন দল দলের নাম,রপ্ত করেছেন সুন্দর উত্তম নীতিবাক্য ।
কোথায় সেই সাম্য,মানবিক মর্যাদা,ন্যায়বিচার আচার
কোথায় সম্প্রীতির দেশ ?
এখনো ঐ হায়েনাদের চরিত্রের কপটতা,ছলচাতুরি,প্রতারণ সহ
অন্যান্য সকল নির্লজ্জ দোষ ত্রুটিগুলো দেখতে পাই পুর্ণরুপে ।
গণতন্ত্রের নামে সব আজ লুন্ঠিত,সর্বত্র দাম্ভিকতা,বিদ্বেষ
এবং আমিত্বের লড়াইয়ে হয় মাতামাতি ।
আপনারা মিথ্যুক মিথ্যাবাদী ।
আমি আমরা অভিশাপ দিচ্ছি,ধ্বংস হবেন নিশ্চিত ।
কিয়ামতের মাঠে আপনাদের বিরুদ্ধে খোদাতে দিব নালিশ ।