তুমি আমি আমি তুমি ডালে দুটি ফুল
বাতাসে হেলে দুলে আয়েশে খাই দোল ।
উড়ু উড়ু দুটি মন মানে না বাধন
উড়ে উড়ে যায় দূরে মানে না শাসন ।
সমাজ আইন পারে না বাধতে মন
মন মোদের অধরা পাখির মতন ।
ঝড় এসে উড়ে যাবে আমাদের আশা
তবু দুটি মন বয়ে যাবে ভালোবাসা ।
দেহ থাক পড়ে থাক ঘরের দেয়ালে
মন মোদের চলবে মোদের খেয়ালে ।
অন্যের উপর চড়ে সুখ নিব মোরা
সুখ রাজ্যে শুধু তুমি আমি এক জোড়া ।
ভালো মন্দ যাই বলে বলুক না লোকে
আমাদের মন প্রাণ যাবে স্বররগালোকে
স্বর্গলোকে দেহ নয় মন যাবে জেনো
শুদ্ধ প্রেম টাকা নয় শুদ্ধ মনে কেনো ।