পলকহীন অধির অপেক্ষায় উন্মুখ
ভাব জগতে ঘন্টা বাজে
বুকের ভেতর গাংচিল দেয় চিৎকার ।
অপেক্ষার রোদে পুড়ে দুর্বা ঘাসের শিশির কণা
গতরের নোনা জল বাস্প হয়ে দুঃখের মেঘ মালায়
উড়ে নীলিমায় ।
বগলতলায় ডিউডোরেন্ট পারফিউম
শরীরের নোনতা গন্ধ হয় বিলীন ।
চিত্তের সন্তোষ সাধনে মনোরাজ্যে মনোলোভা তুমি
তবু তুমি বোঝ না অপেক্ষার ক্ষত জ্বালা
ভালোবাসা হয়ে উঠে হিরার টুকরা কণা
যা ক্রয়ে উচ্চ মুল্য কঠিন ।
অতপর উদাস ভঙ্গিতে এসে দাও হাসি
মধুভাষিনী তুমি কন করো জয় ।
গাছে গাছে মাঠে মাঠে সবুজের বুক চিরে হাসে মঞ্জুরি
তোমার উষ্ণ ছোয়ায় উন্মাদনায় মাতে পঞ্চেন্দ্রিয়
আমি হয়ে যাই নির্বাক নির্বিকার ।