তুমি বৃষ্টির রিমি ঝিমি শব্দে খোজ
প্রেয়সীর কামনার ছলা কলা ।
আমি দেখি মৃত মৃত্তিকা ভেদ করে
জেগে উঠা দ্রোহের জীবন ।
রোদ,বৃষ্টি,ঝড়,খরা মাথায় নিয়ে
জীবনের পথ চলা ।
ভোরের সুর্যে দেখো লোভাতুর ইয়া বড় ডিমের কুসুম
আমি দেখি বিপ্লবের অগ্নিগোলা
আধার মেঘ,কুয়াশা ভেদ করে
ঘুম ভাঙ্গাতে ঘুমের চোখে খায় চুম ।
তুমি দেখ নিশি জাগা রাজপথ সুনসান নিরবতা
পানশালায় উন্মাদনায় মাতামাতি ।
আমি দেখি শুদ্ধ হতে কপাল ঠেকিয়ে
শুদ্ধ পথের ঠিকানা চাওয়া ।
তুমি দেখ ক্ষুধার্ত শিশুর কান্না
মাকে খাবারের বায়না করা ।
আমি দেখি বোটা চুষে শুন্য মূখে
মুষ্ঠিবদ্ধ দু’হাতে প্রতিবাদের কন্ঠের চিৎকার
বৈষম্যের ধরণীকে আঘাত করা ।