পুরাতন সৌধের পলেস্তারের মত
গা থেকে খসে পরেছে যৌবনের সৌন্দর্য
দেহের বিশেষ মাংস পেশীগুলি নেতিয়ে
শুকিয়ে পড়েছে ক্রমাগত । সেই টান টান
না আছে দেহে না আছে মনে ।
ঝরা পাতার মত রঙ হয়েছে ফ্যাকাশে ।
এখন পায়ের আওয়াজ পাওয়া যায় না কারো ।
ওদিকে নদী পাড়ের ইট সুরকির পাড় বাধানো
বট বৃক্ষ,যার ছিল সবুজ পাতা ভরা ডালপালা বিস্তর ।
সেই আজদাহার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পৌত্তলিকরা
করতো পুজা,সাজাতো সিঁদুর খুশবুতে নানা রঙ্গে ঢঙে ।
বসতো মেলা রকমারি খানা,খেলনা মানুষে টইটম্বুর ।
বজ্রাঘাতে পুড়ে বটবৃক্ষ ঝড়ে ডালপালা ভাঙ্গে
ভাঙ্গে নদীর পাড় এখন জীর্ণ শীর্ণ জৌলুশ হারিয়ে
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ।
ধর্মাচরণ হয় না এখন,সময়ের ব্যবধানে
নদী স্রোতে হবে বিলীন ।