ভিতরে বাহিরে আলো গিলেছে আধার
চারদিক অন্ধকার ধু ধু হাহাকার ।
জনে জনে মনে মনে মানস পটেতে
হিংসা বিদ্বেষ ভরেছে দ্বন্দ সংঘাতে ।
আমিত্যের অহংবোধ জাগ্রত মগজে
মনুষ্যবোধ এখন কলমে কাগজে ।
আদর্শলিপি কেন নেই জীবনের বাকে
কেন লাইব্রেরীতে সুসজ্জিত তাকে তাকে ।
কোথায় আজ সত্য বলি মিথ্যা কভূ নয়
এতো বিদ্যা দিকে দিকে তবু মৃয়ময় ।
মন ক্ষত রক্তে রক্তে আপন ঔরশে
শ্বাসে শ্বাসে দুঃখ ভাসে আকাশে বাতাসে ।
যদি বলি ব্যক্তি ব্যক্তি মিলে রাষ্ট্র হয়
যদি ব্যক্তি পরিশুদ্ধ তবেই অভয় ।
সর্বত্র জাগ্রত হউক মনুষ্যবোধ
বন্টন কর সঠিক দেনা করো পরিশোধ ।
কারো হিস্যা ভোগ নাহি করি কোন মতে
তবেই ব্যক্তি থেকে রাষ্ট্র উঠবে জাতে ।